ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৫:০৩:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

কিউইদের কাছে টি-২০ সিরিজ হারলো হরমনপ্রীতরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

নাটকীয়ভাবে টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজিল্যান্ড। শুক্রবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে শেষ বলে জিতল কিউইরা। চার উইকেটে হারাল ভারতকে। একই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ফলে, রোববারের ম্যাচ পরিণত হল নিয়মরক্ষায়।

বুধবার ওয়েলিংটনে সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে জিতেছিল নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল। সিরিজে সমতা ফেরানোর জন্য এদিন জিততেই হত হরমনপ্রীত কৌরের দলকে। কিন্তু ভারতীয় নারী ক্রিকেট দল প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে তোলে ১৩৫ রান। স্মৃতি মন্ধানা ও জেমাইমা রডরিগেজ ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি।

স্মৃতি ২৭ বলে করেন ৩৬। আর রডরিগেজ ৫৩ বলে করেন ৭২। যাতে ছিল ছয় বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। অধিনায়ক হরমনপ্রীত করেন মাত্র ৫। ৯.৪ ওভারে স্মৃতি যখন ফেরেন, তখন দুই উইকেটে ৭১ রান ছিল বোর্ডে। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় আটকে যায় ভারত।

রান তাড়ায় নিউজিল্যান্ডকে টানলেন সুজি বেটস। তিনি ৫২ বলে করেন ৬২। কিউই মিডল অর্ডারও একসময় উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ১০১ রানে তিন উইকেট থেকে ১৩১ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ বলে দরকার ছিল এক রান। যা করতে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের।

সিরিজ হারার পর অধিনায়ক হরমনপ্রীত বলেন, বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমরা বড় স্কোর তুলিনি। তবু বোলাররা হাল ছাড়েনি। অন্তত ২০ রান কম উঠেছে আমাদের। ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে আমাদের। আরও ভাল খেলতে হবে।